কি ? সামনে ছুটি নেই ? বড়ো কোনো প্ল্যান নেই ? সময়ের অভাব ? একটু চাপের মধ্যেও আছেন ? বলছি , কলকাতার সব জায়গা ঘুরে ফেলেছেন ? নাঃ ????
চলুন তাহলে আজ আর ও একটি জায়গায় নিয়ে যাই , শ্রী স্বামীনারায়ণ মন্দির।
প্রায় ১০ বছর ধরে রাজস্থানের কারিগররা , রাজস্থান থেকে আনা পাথর দিয়ে তৈরী করেছে ১১ বিঘা জমির ওপর দারুন সুন্দর , শৈপ্লিক কাজে ভরা মন্দিরটি। যা জনসাধারণের জন্য খুলে দেয়া হয় ২০১৪ সালে।
মন্দিরের অবস্থান?
কলকাতা থেকে মাত্র ২০ কিমি দূরে দক্ষিণ ২৪ পরগনার পৈলান এর ভাষা তে অবস্থিত এই মন্দির। ডায়মন্ড হারবার রোড এর ওপরে অবস্থিত এবং আমতলার কাছে।
মন্দির কখন খোলা থাকে?
প্রতিদিন সকাল ৮ টা থেকে ১১ টা , এবং বিকাল ৪ টা থেকে সন্ধে ৭ টা অব্দি খোলা থাকে।
কিভাবে আসবেন?
নিজের গাড়িতে আসতে পারেন , এখানে পার্কিং এর ব্যাবস্থা আছে। তবে পার্কিং ফিস দিতে হবে। এছাড়া আপনি বাসে করে আসতে পারেন। আমতলার কাছে হওয়ায় আমতলাগামী যেকোনো বাসে নেমে পড়তে পারেন মন্দিরের সামনে।
কি করবেন?
মন্দিরে কোনো প্রবেশ মূল্য নেই। আপনি মন্দির ঘুরে দেখুন , দ্বিতল মন্দিরের ওপর তলায় এবং নিচের তলায় বিগ্রহ আছে। আর মন্দিরের কাজ দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এতো বৃস্তিত এলাকায় প্রাকৃতিক এবং শৈল্পিক কাজকর্ম দারুন উপভোগ করবেন। তবে মন্দিরের মধ্যে ফটো তোলা নিষেধ। এখানে একটা রেস্টুরেন্ট আছে , নিরামিষ খাবার স্বল্প মূল্যে পেয়ে যাবেন। এমনকি মন্দিরের করিডোর এও বসে দারুন সময় কাটাতে পারবেন।
যদি আপনি চান , তাহলে ডায়মন্ড হারবার বা রায়চক ঘুরেও আসতে পারেন এই মন্দির দর্শন করতে।
#BAPS #BAPSShriSwaminarayanMandir #SwaminarayanMandir #Joka #Pailan #Kolkata #PlacesToVisitInKolkata #WeekendTourNearKolkata
0 Comments
Thank You for comments in Know Your Planet. I'll be in touch with you shortly.