ডায়মন্ডহারবার | Diamond Harbour Tour From Kolkata | Picnic Spot | Weekend Destination Near Kolkata

গত ২৩ এ জানুয়ারি ২০২১ এর ছুটিটাকে কাজে লাগিয়ে ঘুরে এলাম ডায়মন্ড হারবার । আগের মত সেই ব্যাপার টা না থাকলেও, একদিনের ঘুরে আসার জন্য বেশ ভালো । আমরা কেল্লার মাঠ ঘুরে গিয়েছিলাম পুন্যলক্সমী তে স্ন্যাক্স খেতে |

হুগলি নদীর পূর্ব তীরে হওয়ার জন্য সূর্য একটু পশ্চিমে ঢলে পড়লে , তীরে দাঁড়িয়ে এক দারুন অভিজ্ঞতা অর্জন করা যায় । জলের উপর রুপোলি আয়না বিকেল হওয়ার সাথে সাথে সোনালী রূপ নেয় ।

ডায়মন্ড হারবার থেকে উত্তর পশ্চিমে গাদিয়ারার কাছে রূপনারায়ান মিশেছে হুগলির সাথে । এরপর নদী এত চওড়া হয়ে গেছে যে ওপারে কি আছে দেখাই যায় না।

Diamond Harbour Know Your Planet

কি দেখবেন আর কি করবেন?

আগে এখানে ৩ টি কেল্লা ছিল (যা চিংড়িখালী ফোর্ট নামে পরিচিত ছিল), কিন্তু সময়ের করাল গ্রাসে নদী গর্ভে বিলীন হয়ে গেছে । এখন শুধু ইটের টুকরো ছাড়া বাকি কিছু নেই । তবে এই মাঠ (যা কেল্লার মাঠনামে পরিচিত) এ এখন পিকনিক হয় । এছাড়াও আপনি আসতে পারেন নদীর ধারের হোটেল গুলোতে । সকাল থেকে সন্ধে সময় কাটাতে পারেন । আর নয়তো একরাত থাকতেও পারেন ।

Diamond Harbour Know Your Planet


কি ভাবে আসবেন?

শিয়ালদা থেকে ট্রেনে ১৫ টাকা ভাড়ায় নেমে পড়ুন ডায়মন্ড হারবার স্টেশন । সেখান থেকে টোটো করে কেল্লার মাঠ ।

নয়তো ধর্মতলা থেকে বাসেও আসতে পারেন ।

Diamond Harbour Know Your Planet

কখন আসবেন?

ভালো সময় শীতকাল । তবে বেশির ভাগ ফিস্ট করার জন্যই আসে এখানে ।

Diamond Harbour Know Your Planet


কোথায় থাকবেন বা খাবেন?

হোটেল সাগরিকা তো আছেই, তবে হোটেল পুন্যলক্ষী অসাধারণ । এই হোটেল টি নদীর তীর ঘেঁষে । তাই এখান থেকে সূর্যাস্ত অনবদ্য লাগবে । এমনকি রুম গুলো থেকেও সূর্যাস্ত দেখা যায় । আর হোটেলের খাবারের মান ভালো এবং দাম বেশিও নয় ।

Diamond Harbour Know Your Planet

আরো ফটোর জন্য আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল টা ফলো করুন। আর YouTube এর ভিডিও টা দেখতে ভুলবেন না। 
#DiamondHarbour #Diamond_Harbour #PicnicSpotNearKolkata #WeekendDestinationNearKolkata







0 Comments