পেঁচা পুতুলের গ্রাম নতুনগ্রাম | Natungram - Wooden Doll Festival | Weekend Trip From Kolkata

গত ৯ ও ১০ জানুয়ারী পূর্ব বর্ধমানের নতুনগ্রাম এ হয়ে গেল পেঁচা পুতুলের মেলা (Wooden Doll Festival)। বাংলানাটক ডট কম এর সহযোগিতায় ষষ্ট বছরে পড়লো এই মেলা। পশ্চিমবঙ্গের MSME দপ্তর আর UNESCO এর সহযোগিতায় এই গ্রামকে রুরাল ক্র্যাফট হাব এর তখমাও দেয়া হয়েছে। আর ১৯৬৬ সালে সম্ভুনাথ ভাস্কর এর রাষ্ট্রপতি পুরস্কার এই গ্রামকে বিশ্বের সামনে তুলে ধরে। আমার ইউটুবে চ্যানেলের স্বার্থে মাঝে মাঝেই বেরিয়ে পরা, তার সৌজন্নেই ঘুরে ফেললাম এই গ্রাম। 

Natungram Wooden Doll Festival Know Your Planet

কি করে আসবেন?

নিজের গাড়িতে আসা সবথেকে ভালো। প্রকৃতিকে অনুভব করতে করতে আসতে পারবেন। তবে এখানে দুটো নতুনগ্রাম আছে। তাই গুগল ম্যাপস এ যখন সার্চ করবেন "Wooden Doll Natungram " দিয়ে সার্চ করে তবেই আসবেন। আর যদি আসতে চান ট্রেন এ তাহলে হাওড়া কাটোয়া লোকাল এ নেমে পরুন অগ্রদ্বীপ স্টেশন এ , সেখান থেকে টোটো করে ১০ টাকা ভাড়া দিয়ে চলে আসুন।  

Natungram Wooden Doll Festival Know Your Planet


কি করবেন এসে ?

এখানকার প্রধান আকর্ষণ পেঁচা। এখানে এসে কাঠের পুতুলের সাথে সাথে কিনে নিতে পারেন কাঠের চেয়ার , টুল , নাইট ল্যাম্প আর ও অনেক কিছু। আর শিল্পীদের সাথে  কন্টাক্ট করে বাড়িতেও আনিয়ে নিতে পারেন এই সমস্ত সামগ্রী। 

এনাদের সাথে কন্টাক্ট করতে পারেন

Ajay Bhaskar: 8001514321

Natungram Wooden Doll Festival Know Your Planet


কখন আসবেন?

বছরের যেকোনো সময় আসতে পারেন। তবে জানুয়ারী মাসে এখানে ফেস্টিভ্যালের আয়োজন হয়। এমনকি ২০২১ এর ফেব্রুয়ারী মাসে আয়োজন হবে পেঁচা পুতুলের মেলা। তখন এসে ঘুরে যেতে পারেন। গ্রামটা খুব সুন্দর , এখন সর্ষে চাষের জন্য অপরূপা হয়ে উঠেছে। যদিও নতুন ধানের সবুজ মাঠ , বা পাকা ধানের সোনালী মাঠ দেখতে হলে আসতে হবে বছরের বিভিন্ন সময়ে। 

Natungram Wooden Doll Festival Know Your Planet


কোথায় থাকবেন এবং কি খাবেন?

এখানে একটি folk art center আছে। আর একতলায় আছে গ্যালারি আর আছে খাবার ব্যাবস্থাও। আর ওপরে আছে থাকার ব্যাবস্থা। ফেস্টিভ্যালের সময় খাবার পেয়ে গেলেও , অন্য সময় এলে আগে থেকে ফোন করে আসতে পারেন। এমন কি ১৫০০ টাকা প্রতি জনে থাকা খাওয়াও করতে পারেন। আর খাবার গুলো যেরকম সুস্বাদু সেইরকম দারুন ব্যবহার মানুষজনেরও। 

থাকা বা খাবার জন্য যোগাযোগ করুন 

Malay Das: 9903186802 

Gouranga Bhaskar: 7679099205

Natungram Wooden Doll Festival Know Your Planet


আর কি ঘুরতে পারবেন?

এখন থেকে ঘুরে নিন সামনেই থাকা ১০৮ কাটিয়া বাবার আশ্রম আর কাশিরাম দাসের বাড়ি।  


আমরা ১০ ই জানুয়ারী গিয়েছিলাম। আর এই ফেস্টিভ্যালের সুবিধার্তে অনুষ্ঠানও হয়ে গেল সেখানে , জীবনে প্রথমবার দেখলাম রায়বেঁশে। 

Natungram Wooden Doll Festival Know Your Planet

আরো ফটোর জন্য আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল টা ফলো করুন। আর YouTube এর ভিডিও টা দেখতে ভুলবেন না। 

#Natungram #WoodenDollFestival #PlacesToVisitNearKolkata #WeekendDestinationNearKolkata





0 Comments