পাহাড় , নদী , জঙ্গল , ঝর্ণা , লেক , ড্যাম এই সব যদি একসঙ্গে দেখতে চান , আর যদি চান কলকাতার খুব কাছে , তাহলে আছে একটি মাত্র জায়গা , ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার ঘাটশিলা। ছোটনাগপুর মালভূমির অংশবিশেষ আর খনিজ সম্পদেও পরিপূর্ণ। উইকএন্ড এর ছুটিতে এমনকি ১ দিনের ট্রিপেও এই স্পট গুলোর কিছু ঘুরে আসতে পারেন।
**আমাদের প্ল্যান
গত ২৫ এ ডিসেম্বর ১১ জন বন্ধু মিলে ৩ দিনের জন্য ঘুরে এলাম ঘাটশিলা আর টাটানগর। ২৫ এ সকালের ট্রেনে ঘাটশিলা পৌছালাম , ৩ ঘন্টার যাত্রাপথ। আমাদের গাড়ি বুক ছিল , প্রথম দুদিন ঘাটশিলার বিভিন্ন স্পট ঘুরলাম আর তৃতীয় দিন সকালে ঘাটশিলা হোটেল থেকে চেকআউট করে টাটানগর ঘুরে , টাটানগর থেকে রাতের ট্রেনে বাড়ি ফিরলাম।
- প্রথম দিন ঘুরলাম: ধারাগিরি ফলস , বুরুডি লেক বা ড্যাম , সুবর্ণরেখার সান সেট পয়েন্ট , চিত্রকূট টিলা (সঙ্গে সিদ্ধেশ্বর মন্দির) আর বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় এর বাড়ি গৌরী কুঞ্জ।
Dharagiri Falls |
Burudi Lake |
Sunset Point |
Chitrkoot Hillock |
Gourikunj |
এছাড়াও এই রাস্তায় পড়বে ঘাটশিলা রাজবাড়ী (সান সেট পয়েন্ট এর কাছে) আর রামকৃষ্ণ মঠ , দেখে নিতে পারেন ।
মেন্ রোড থেকে ধারাগিরি যাবার রাস্তা লাল মাটির , শাল মহুয়ার জঙ্গল ও দেখতে পাবেন। রাস্তা সরু আর কিছুটা খারাপও। তাই অটোতে যেতে সময় লাগবে আর কষ্টও হবে। আর এই রাস্তায় প্রথমে পড়বে বুরুডি লেক আর তারপর ধারাগিরি।
- দ্বিতীয় দিন ঘুরলাম: ফুলডুঙরি টিলা , হিন্দুস্তান কপার লিমিটেড এর গেট , স্বর্ণরেখা ভিউ পয়েন্ট , সিদ্ধেশ্বর পাহাড় (পাহাড়ের ওপর একটা মন্দির আছে) , রঙ্কিনী দেবীর মন্দির।
Phooldungri Hillock |
Ratmohona |
Siddheswar Hill |
Rankini Devi Mandir |
সময় থাকলে narwa ফরেস্ট , গালুডিহি ড্যাম ঘুরতে পারেন। আমরা পরের দিন গালুডিহি ড্যাম ঘুরে টাটানগর গেছি।
- তৃতীয় দিন ঘুরলাম: গালুডিহি ড্যাম , আর টাটানগর এ ডিমনা লেক , চান্ডিল ড্যাম
Galudhi Dam |
Dimna Lake |
Chandil Dam |
সময় থাকলে জুবিলী পার্ক , দলমা বেস , জয়দা মন্দির , সাই বাবা মন্দির ঘুরতে পারেন।
**কিভাবে যাবেন?
হাওড়া থেকে ঘাটশিলার ট্রেন পেয়ে যাবেন , তবে সকালের ট্রেনে যাওয়া খুব সুবিধের। ৩ ঘন্টায় পৌঁছে , হোটেলে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়তে পারবেন।
যদি ঘাটশিলা শুধু ঘোরেন , গাড়ি বুক করতে পারেন বা স্টেশন এর বাইরে অটো আছে , বুক করুন। অটো এর রেট চার্টও দেয়া আছে।
যদি ঘাটশিলা থেকে টাটানগর আসতে চান , ট্রেনেও আসতে পারেন , এক ঘন্টা সময় লাগে। ফেরার দিন টাটানগর থেকে হাওড়া এর টিকিট কেটে রাখুন , অনেক ট্রেন আছে , তবে বিকালের টায় কাটা ভালো। সুতরাং ফেরার দিন সকালের ট্রেনে ঘাটশিলা থেকে টাটা আসুন বা আগের দিন রাতে আসতে পারেন , তবে তাতে আবার আপনাকে টাটা তে হোটেল বুক করতে হবে।
টাটানগর থেকে গাড়ি ভাড়া করে স্পট গুলো ঘুরে নিন।
**কোথায় থাকবেন?
আমরা ছিলাম হোটেল কৌশল্যা তে (ফুলডুঙরির সামনে)। সেটা হাই রোডের ওপর , আসে পাশে সেরকম কিছু নেই , তাই সাজেস্ট করবো না। আগে অন্য হোটেল বা গেস্ট হাউস দেখুন , যা পিক টাইম ছাড়া পাওয়া যায়। নয়তো কিছুদিন আগে থেকে বুক করে নিন।
Hotel Kaushalya |
**কোথায় খাবেন?
আমরা প্রথম দিন খেয়েছিলাম হোটেল রেইন বার্সে তে , দ্বিতীয় দিন হোটেল রঙ্কিনী তে (ফুলডুঙরির উল্টো দিকে)। আর তৃতীয় দিন টাটানগর যাবার দিন হাই রোডের ওপর পাঞ্জাবি ধাবায়। তবে দ্বিতীয় দিনের হোটেল টা ভালো ছিল।
**কখন যাবেন?
শীতকালের সূর্যের আলোতেও গরম লাগে , তাই বলবো শুধু শীতকালেই যান , ঘুরতে পারবেন।
সব স্পট ঘুরতে সময় লাগবে , তাই কিছু স্পট মিস ও হতে পারে। আর খরচ বেশি হবে না , তাই ছোট্ট ছুটিতে এই শীতকালেই ঘুরে আসতে পারেন ঘাটশিলা। আর যদি আমাদের এই ঘাটশিলা ভ্রমণ পর্ব দেখতে চান তাহলে আমাদের ইউটুবে এ দেখতে পারেন , লিংক দিলাম।
**ট্রেনের সময়সূচি
- TATANAGAR TO HOWRAH
HWH FESTIVAL SPL (09205): 23:17
RNC HWH SPL (02803): 01:30
CSMT HWH SPL (02809): 01:55
TATA HWH SPL (02830): 06:10
CSMT HWH SPL (02259): 08:25
ADI HWH SPL (02833): 09:30
RNC HWH SPL (02896): 11:00
BBN HWH SF SPL (02022): 16:50
- HOWRAH TO TATANAGAR
HWH PUNE AC SPL (02222): 05:40
HWH BBN SF SPL (02021): 06:20
HWH RNC SPL (02895): 12:50
HWH CSMT SPL (02260): 14:00
HWH TATA SPL (02829): 17:20
HWH CSMT SPL (02810): 19:45
HWH LTT SPL (02102): 21:15
HWH RNC SPL (02804): 22:10
HWH ADI SPL (02834): 23:45
- GHATSHILA TO TATANAGAR
PURI NDLS SPL (02801): 05:19
HWH BBN SF SPL (02021): 09:12
HWH RNC SPL (02895): 16:00
HWH TATA SPL (02829): 20:24
- HOWRAH TO GHATSHILA
HWH BBN SF SPL (02021): 06:20
HWH RNC SPL (02895): 12:50
HWH TATA SPL (02829): 17:20
- GHATSHILA TO HOWRAH
TATA HWH SPL (02830): 06:49
RNC HWH SPL (02896): 11:42
BBN HWH SF SPL (02022): 17:33
**হোটেল ও গেস্ট হাউসের নাম্বার
NOBALE KUTHI GUEST HOUSE: 9031144146
BIBHUTI BIHAR: 9771034151
SUCHOLATA: 6585225767
ARANYAK RESORT: 7362888864
JN PALACE: 9953336901
ROYAL HILLS: 9693143384
MONALISA GUEST HOUSE
SUHRITA GUEST HOUSE: 9771831877
KD PALACE: 9830674328
GALUDIH RESORT: 9570200268
আমাদের ঘাটশিলা ভ্রমণে গাড়ির ড্রাইভারের নাম্বার , হোটেল কৌশল্যার নাম্বার , আর মা রংকিনী রেস্টুরেন্টের নাম্বার দিয়ে রাখলাম। আর সঙ্গে থাকলো রামকৃষ্ণ মঠ বুকিং এর লিংক |
- Ghatshila Car (Shakti): 8102666024
- Hotel Kaushalya: 8603377740/8603378009 [Room rent: Rs 450-650]
- Resturant Ma Rankini (Opp Phuldungri): 7667175262 [Hotel delivery avilable]
- Ramkrishna Math Booking: https://www.rkmathghatshila.org/
আরো ফটোর জন্য আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল টা ফলো করুন। আর YouTube এর ভিডিও টা দেখতে ভুলবেন না।
#Ghatshila #TataNagar #TravelGuide #WeekendTourFromKolkata #JharkhandTourism
0 Comments
Thank You for comments in Know Your Planet. I'll be in touch with you shortly.