ঘাটশিলা | Ghatshila - A Perfect Weekend Getaway | Weekend Tour From Kolkata |

পাহাড় , নদী , জঙ্গল , ঝর্ণা , লেক , ড্যাম এই সব যদি একসঙ্গে দেখতে চান , আর যদি চান কলকাতার খুব কাছে , তাহলে আছে একটি মাত্র জায়গা , ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার ঘাটশিলা। ছোটনাগপুর মালভূমির অংশবিশেষ আর খনিজ সম্পদেও পরিপূর্ণ। উইকএন্ড এর ছুটিতে এমনকি ১ দিনের ট্রিপেও এই স্পট গুলোর কিছু ঘুরে আসতে পারেন।  

Ghatshila travel guide know your planet

**আমাদের প্ল্যান 

গত ২৫ এ ডিসেম্বর ১১ জন বন্ধু মিলে ৩ দিনের জন্য ঘুরে এলাম ঘাটশিলা আর টাটানগর। ২৫ এ সকালের ট্রেনে ঘাটশিলা পৌছালাম , ৩ ঘন্টার যাত্রাপথ। আমাদের গাড়ি বুক ছিল , প্রথম দুদিন ঘাটশিলার বিভিন্ন স্পট ঘুরলাম আর তৃতীয় দিন সকালে ঘাটশিলা হোটেল থেকে চেকআউট করে  টাটানগর ঘুরে , টাটানগর থেকে রাতের ট্রেনে বাড়ি ফিরলাম। 


  • প্রথম দিন ঘুরলাম: ধারাগিরি ফলস , বুরুডি লেক বা ড্যাম , সুবর্ণরেখার সান সেট পয়েন্ট , চিত্রকূট টিলা (সঙ্গে সিদ্ধেশ্বর মন্দির) আর বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় এর বাড়ি গৌরী কুঞ্জ। 

Ghatshila travel guide know your planet
Dharagiri Falls

Ghatshila travel guide know your planet
Burudi Lake

Ghatshila travel guide know your planet
Sunset Point

Ghatshila travel guide know your planet
Chitrkoot Hillock

Ghatshila travel guide know your planet
Gourikunj


এছাড়াও এই রাস্তায় পড়বে ঘাটশিলা রাজবাড়ী (সান সেট পয়েন্ট এর কাছে) আর রামকৃষ্ণ মঠ , দেখে নিতে পারেন । 


মেন্ রোড থেকে ধারাগিরি যাবার রাস্তা লাল মাটির , শাল মহুয়ার জঙ্গল ও দেখতে পাবেন। রাস্তা সরু আর কিছুটা খারাপও। তাই অটোতে যেতে সময় লাগবে আর কষ্টও হবে। আর এই রাস্তায় প্রথমে পড়বে বুরুডি লেক আর তারপর ধারাগিরি। 


  • দ্বিতীয় দিন ঘুরলাম: ফুলডুঙরি টিলা , হিন্দুস্তান কপার লিমিটেড এর গেট , স্বর্ণরেখা ভিউ পয়েন্ট , সিদ্ধেশ্বর পাহাড় (পাহাড়ের ওপর একটা মন্দির আছে) , রঙ্কিনী দেবীর মন্দির। 

Ghatshila travel guide know your planet
Phooldungri Hillock

Ghatshila travel guide know your planet
Ratmohona

Ghatshila travel guide know your planet
Siddheswar Hill

Ghatshila travel guide know your planet
Rankini Devi Mandir


সময় থাকলে narwa ফরেস্ট , গালুডিহি ড্যাম ঘুরতে পারেন। আমরা পরের দিন গালুডিহি ড্যাম ঘুরে টাটানগর গেছি। 


  • তৃতীয় দিন ঘুরলাম: গালুডিহি ড্যাম , আর টাটানগর এ ডিমনা লেক , চান্ডিল ড্যাম 

Ghatshila travel guide know your planet
Galudhi Dam

Ghatshila travel guide know your planet
Dimna Lake

Ghatshila travel guide know your planet
Chandil Dam


সময় থাকলে  জুবিলী পার্ক , দলমা বেস , জয়দা মন্দির , সাই বাবা মন্দির ঘুরতে পারেন। 


**কিভাবে যাবেন?

হাওড়া থেকে ঘাটশিলার ট্রেন পেয়ে যাবেন , তবে সকালের ট্রেনে যাওয়া খুব সুবিধের। ৩ ঘন্টায় পৌঁছে , হোটেলে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়তে পারবেন। 


যদি ঘাটশিলা শুধু ঘোরেন , গাড়ি বুক করতে পারেন বা স্টেশন এর বাইরে অটো আছে , বুক করুন। অটো এর রেট চার্টও দেয়া আছে। 


যদি ঘাটশিলা থেকে টাটানগর আসতে চান , ট্রেনেও আসতে পারেন , এক ঘন্টা সময় লাগে। ফেরার দিন টাটানগর থেকে হাওড়া এর টিকিট কেটে রাখুন , অনেক ট্রেন আছে , তবে বিকালের টায় কাটা ভালো। সুতরাং ফেরার দিন সকালের ট্রেনে ঘাটশিলা থেকে টাটা আসুন বা আগের দিন রাতে আসতে পারেন , তবে তাতে আবার আপনাকে টাটা তে হোটেল বুক করতে হবে। 


টাটানগর থেকে গাড়ি ভাড়া করে স্পট গুলো ঘুরে নিন। 


**কোথায় থাকবেন?

আমরা ছিলাম হোটেল কৌশল্যা তে (ফুলডুঙরির সামনে)। সেটা হাই রোডের ওপর , আসে পাশে সেরকম কিছু নেই , তাই সাজেস্ট করবো না। আগে অন্য হোটেল বা গেস্ট হাউস দেখুন , যা পিক টাইম ছাড়া পাওয়া যায়। নয়তো কিছুদিন আগে থেকে বুক করে নিন। 

Ghatshila travel guide know your planet
Hotel Kaushalya


**কোথায় খাবেন?

আমরা প্রথম দিন খেয়েছিলাম হোটেল রেইন বার্সে তে , দ্বিতীয় দিন হোটেল রঙ্কিনী তে (ফুলডুঙরির উল্টো দিকে)। আর তৃতীয় দিন টাটানগর যাবার দিন হাই রোডের ওপর পাঞ্জাবি ধাবায়।  তবে দ্বিতীয় দিনের হোটেল টা ভালো ছিল। 


**কখন যাবেন?

শীতকালের সূর্যের আলোতেও গরম লাগে , তাই বলবো শুধু শীতকালেই যান , ঘুরতে পারবেন। 


সব স্পট ঘুরতে সময় লাগবে , তাই কিছু স্পট মিস ও হতে পারে। আর খরচ বেশি হবে না , তাই ছোট্ট ছুটিতে এই শীতকালেই ঘুরে আসতে পারেন ঘাটশিলা। আর যদি আমাদের এই ঘাটশিলা ভ্রমণ পর্ব দেখতে চান তাহলে আমাদের ইউটুবে এ দেখতে পারেন , লিংক দিলাম।  


**ট্রেনের সময়সূচি 

  • TATANAGAR TO HOWRAH

HWH FESTIVAL SPL (09205): 23:17

RNC HWH SPL (02803): 01:30

CSMT HWH SPL (02809): 01:55

TATA HWH SPL (02830): 06:10

CSMT HWH SPL (02259): 08:25

ADI HWH SPL (02833): 09:30

RNC HWH SPL (02896): 11:00

BBN HWH SF SPL (02022): 16:50


  • HOWRAH TO TATANAGAR

HWH PUNE AC SPL (02222): 05:40

HWH BBN SF SPL (02021): 06:20

HWH RNC SPL (02895): 12:50

HWH CSMT SPL (02260): 14:00

HWH TATA SPL (02829): 17:20

HWH CSMT SPL (02810): 19:45

HWH LTT SPL (02102): 21:15

HWH RNC SPL (02804): 22:10

HWH ADI SPL (02834): 23:45


  • GHATSHILA TO TATANAGAR

PURI NDLS SPL (02801): 05:19

HWH BBN SF SPL (02021): 09:12

HWH RNC SPL (02895): 16:00

HWH TATA SPL (02829): 20:24


  • HOWRAH TO GHATSHILA

HWH BBN SF SPL (02021): 06:20

HWH RNC SPL (02895): 12:50

HWH TATA SPL (02829): 17:20


  • GHATSHILA TO HOWRAH

TATA HWH SPL (02830): 06:49

RNC HWH SPL (02896): 11:42

BBN HWH SF SPL (02022): 17:33


**হোটেল ও গেস্ট হাউসের নাম্বার

NOBALE KUTHI GUEST HOUSE: 9031144146

BIBHUTI BIHAR: 9771034151

SUCHOLATA: 6585225767

ARANYAK RESORT: 7362888864

JN PALACE: 9953336901

ROYAL HILLS: 9693143384

MONALISA GUEST HOUSE

SUHRITA GUEST HOUSE: 9771831877

KD PALACE: 9830674328

GALUDIH RESORT: 9570200268


আমাদের ঘাটশিলা ভ্রমণে গাড়ির ড্রাইভারের নাম্বার , হোটেল কৌশল্যার নাম্বার , আর মা রংকিনী রেস্টুরেন্টের নাম্বার দিয়ে রাখলাম। আর সঙ্গে থাকলো রামকৃষ্ণ মঠ  বুকিং এর লিংক |

  • Ghatshila Car (Shakti): 8102666024
  • Hotel Kaushalya: 8603377740/8603378009 [Room rent: Rs 450-650]
  • Resturant Ma Rankini (Opp Phuldungri): 7667175262 [Hotel delivery avilable]
  • Ramkrishna Math Booking: https://www.rkmathghatshila.org/


আরো ফটোর জন্য আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল টা ফলো করুন। আর YouTube এর ভিডিও টা দেখতে ভুলবেন না। 

#Ghatshila #TataNagar #TravelGuide #WeekendTourFromKolkata #JharkhandTourism 

Part 1

Part 2

Part 3






0 Comments