কাছে পিঠে ঘুরতে যাওয়ার ইচ্ছে বরাবরের। সেই ইচ্ছেয় ভর করে চলে এলাম কোন্নগরে , অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। মনে হলো যেন কলকাতার বুকে ছোট্ট একটু শান্তিনিকেতন। আর পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা। সেখান থেকে দ্বাদশ শিব মন্দির।
কিভাবে আসবেন?
১) নিজের গাড়ি করে GT Road ধরে , গুগুল ম্যাপ এর লিংক: https://goo.gl/maps/HDBWrYYJ2vrqFszg8
বাগান বাড়ির পশে বাইক , সাইকেল রাখার ব্যাবস্তা আছে ১০ ও ৫ টাকার বিনিময়ে ।
২) বাসে বা ট্রেন এ নামুন বালি ঘাট স্টেশন। সেখান থেকে বালি খাল অটো স্ট্যান্ড। সেখান থেকে কোন্নগর বাটা এর অটো ধরে বা টোটো করে এই বাগান বাড়ি। অটো ভাড়া ১৫ টাকা , আর টোটো ভাড়া ২০ টাকা।
৩) ট্রেনে করে নামুন কোন্নগর স্টেশন , সেখান থেকে অটো বা টোটো করে বাগান বাড়ি।
৪) ট্রেনে করে সোদপুর। সেখান থেকে সোদপুর পানিহাটি লঞ্চ ঘাট। গঙ্গা পেরিয়ে কোন্নগর লঞ্চ ঘাট। তারপর পা এ হেটে বাগান বাড়ি।
আর কোথায় যেতে পারবেন ?
অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি দেখে চলে আসুন , কোন্নগর দ্বাদশ শিব মন্দির , কোন্নগর রাজ্ রাজেস্বরী মন্দির , চরকতলা মোড়ে নেমে দেখে নিতে পারেন শ্রী অরবিন্দ ঘোষের বাড়ি।
আর গঙ্গার ওপর পারে সোদপুরে আছে শ্রী চৈতন্যদেব আর শ্রী রামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত মহোৎসবতলা , আর ইস্কন মন্দির। এরপর টোটো ভাড়া (পড়বে ১০০ টাকা মতো ) করে চলে আসুন খড়দায় শ্যামসুন্দর মন্দির দেখতে , তবে এখানে ছবি তোলা নিষেধ।
কখন আসবেন?
বাগান বাড়ি তে প্রবেশ এর সময় সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা। তাই বছরের যেকোনো সময় এই সময়ে আস্তে পারেন। তবে বিশেষ দিনগুলোতে বন্ধ থাকে এই বাগান বাড়ি , তাই একটু খোঁজ নিয়ে আসাই ভালো। তবে গরম কালে গঙ্গার ধারে গাছের তলায় বসে গঙ্গার হওয়াতে দারুন অবশ্যই লাগবে।
কি করবেন এসে?
অবনীন্দ্রনাথ ঠাকুরের বাবা গুনেন্দ্রনাথ ঠাকুরের সুন্দর সাজানো বাগান বাড়ি ঘুরে দেখবেন। অনেক গাছ আছে , রঙিন মাছের জলাশয় দেখবেন , গঙ্গার হাওয়া খাবেন। সেখান থেকে টোটো করে চলে আসুন দ্বাদশ শিবের মন্দির। বারোটি আটচালা মন্দির যার প্রবেশ দ্বার গঙ্গার দিকে। সেখানে বসার জায়গা আছে আর আছে একটি সুন্দর ঘাটও।
ঠিকানা?
অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। ২ নম্বর মীর পাড়া লেন , কোন্নগর , হুগলি।
#knowyourplanet #Abanindranath_Tagore_Bagan_Bari #Konnogar_Baro_Mandir_Ghat #Konnogar #Offbeat_Destination_Near_Kolkata #Weekend_Tour_From_Kolkata
আরো ফটোর জন্য আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল টা ফলো করুন। আর YouTube এর ভিডিও টা দেখতে ভুলবেন না।
0 Comments
Thank You for comments in Know Your Planet. I'll be in touch with you shortly.