Puri Jagannath Temple In Kolkata | Lord Jagannath Temple | Jagannath Dham | Shrikhetra | Places To Visit In Kolkata

Jagannath Dham Kolkata

আমার মতো অনেকেই আছেন , যারা লক ডাউন পরবর্তী সময়ে পুরী গিয়েছিলেন কিন্তু জগন্নাথ দেব দর্শন করতে পারেননি। বা এখন ইচ্ছে থাকলেও যেতে পারছেন না। 

তবে হতাশাগ্রস্ত না হোয়াই ভালো। কলকাতার বুকেও কিন্তু আছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরী হওয়া একটি মন্দির। যা শ্রীক্ষেত্র বা জগন্নাথ ধাম হিসাবে পরিচিতি পেয়েছে। 

Jagannath Dham Kolkata


জায়গাটি কোথায়?

কলকাতার দক্ষিণে খিদিরপুর-এ টিকিয়াপাড়া বলে জায়গায় অবস্থিত। খিদিরপুর ট্রাম ডিপো এর ঠিক উল্টো দিকের রাস্তা ধরে ৫ মিনিট হেটে গেলেই ডান হাতে পড়বে এই মন্দির। 

Jagannath Dham Kolkata


শুরুর দিক 

১৯৬৯ সালের ২৩ এ জানুয়ারী জগন্নাথ দেবের  ছোট্ট একটি মন্দির প্রতিষ্টা হয় এখানে। তবে আজ যে সংস্করণ আমরা দেখতে পাই তার নির্মাণকার্য শেষ হয়ে নতুন বিগ্রহ প্রতিষ্টা হয়েছিল ২০০৩ সালে। 

সিংহদ্বারের মধ্যে দিয়ে প্রবেশ করলে প্রথমে পড়বে অরুন স্তম্ভ , তারপর সিঁড়ি দিয়ে উঠে মূল মন্দির। গরুড় স্তম্ভ এবং তার উল্টো দিকে রত্নবেদী , সেখানে আছেন শ্রী জগন্নাথ দেব , শ্রী বলরাম ও দেবী সুভদ্রার মূর্তি। 

বছরের বিভিন্ন সময়ে এখানে অনুষ্টানও হয়ে থাকে। 

Jagannath Dham Kolkata


কখন আসবেন?

মন্দির প্রতিদিন সকাল ৬ টা থেকে দুপুর ১ টা , আর বিকাল ৪ টা থেকে রাট ৯ টা অব্দি খোলা থাকে। 

প্রতিদিন সূর্যাস্তের সময় আরতিও হয়। সেই সময়ে এলে আরতিও দেখতে পাবেন। 

আর ভোগ দেয়া হয় প্রতিদিন দুবার করে , দুপুর সাড়ে বারোটা আর রাত সাড়ে আটটা। 

Jagannath Dham Kolkata


আরো ফটোর জন্য আমাদের চ্যানেলের ইনস্টাগ্রাম প্রোফাইল টা ফলো করুন

https://www.instagram.com/KnowYourPlanet

নিচের লিংকে ক্লিক করে ভিডিও টিও দেখতে পারেন।




 #Jagannath_Dham #Shrikhetra #weekend_tour_from_kolkata #places_to_visit_in_kolkata

0 Comments